রাশিয়ায় ট্রেন স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ১৮, আহত ৭০
রাশিয়ায় ট্রেন স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ১৮, আহত ৭০
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরে ট্রেন স্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভলগোগ্রাদের ট্রেন স্টেশনের প্রবেশপথের কাছে এক মহিলা বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। টিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে সেখানকার একটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অ্যাম্বুলেন্সের সাহায্যে হতাহতদের সরানো হচ্ছে। রুশ তদন্ত কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকিন বলেছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ভলগোগ্রাদ শহরটি সোভিয়েত আমলে স্তালিনগ্রাদ নামে পরিচিত ছিল।
এর আগে গত ২১ অক্টোবরেও এক মহিলা ওই শহরে বোমা হামলা চালিয়েছিল। ওই হামলায় ছয় জন নিহত হয়। রাশিয়ার সুচিতে আগামী ফেব্রুয়ারি মাসে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমসের মাত্র দুই মাস আগে ভলগোগ্রাদে এ ধরনের হামলার কারণে সুচির নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এরইমধ্যে সুচি’র নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন