সিরিয়ায় সব ধর্মের লোককে রক্ষা করা হচ্ছে: পোপকে আসাদ

সিরিয়ায় সব ধর্মের লোককে রক্ষা করা হচ্ছে: পোপকে আসাদ


সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া সব ধর্মের লোককে রক্ষা করা হচ্ছে। খিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে এক বার্তায় এ কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

ভ্যাটিকানের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে বাশার আসাদ পোপ ফ্রান্সিসকে এ বার্তা দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পেট্রো প্যারোলিন।

প্রেসিডেন্ট আসাদ বলেন, জনগণ যে ধর্মেরই হোক না কেন রাষ্ট্র হিসেবে সিরিয়া তাদের অধিকার রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।এ সময় তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীরা জনগণের ঘর-বাড়িতে হামলা চালাচ্ছে এমনকি তারা ধর্মীয় উপসানলায়ে হামলা চালাচ্ছে।

এ সময় তিনি আরো বলেন, সিরিয়ার চলমান সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া অন্য কোনো সমাধান নেই। আর সিরিয়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে দেশের জনগণই মূল মালিক। প্রতিবেশি দেশগুলোর পক্ষ থেকে সন্ত্রাসীদের কাছে অস্ত্র, ও সামরিক রসদ যোগান দেয়ারও নিন্দা জানান প্রেসিডেন্ট আসাদ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন