সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন করছে আল-কায়েদা: অ্যামনেস্টি

সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন করছে আল-কায়েদা: অ্যামনেস্টি


চোখ বাঁধা এই তিন ব্যক্তিকে হত্যা করে সিরিয়ায় ততপর সন্ত্রাসীরা; হত্যার কয়েক মুহূর্তে আগের দৃশ্য
সিরিয়ায় ততপর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক সংস্থাটি আজ (বৃহস্পতিবার) বলেছে, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা গোপন বন্দিশিবির স্থাপন করে সেখানে হত্যা ও ভয়াবহ নির্যাতন চালাচ্ছে।

অ্যামনেস্টি বলেছে, আল-কায়েদার সহযোগী গোষ্ঠী স্টেট অব ইরাক ও ইসিল শত শত শিশুকে অত্যন্ত বর্বর ও অমানবিক পরিবেশে আটকে রেখেছে। এদের মধ্যে আট বছর বয়সী শিশুও রয়েছে। তাদেরকে রাখা হয়েছে পূর্ণবয়স্ক ব্যক্তিদের সঙ্গে একই সেলে এবং নিয়মিত তাদেরকে মারধর করা হচ্ছে। এ ছাড়া, প্রকাশ্য জনসম্মুখে মাত্র কয়েক মিনিটের ‘বিচার’ শেষে গুলি করে অথবা গলা কেটে মানুষ হত্যা করা সন্ত্রাসীদের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এসব সেল থেকে মুক্তি পাওয়া বন্দিরা অ্যামনেস্টিকে বলেছেন, তাদেরকে বৈদ্যুতিক শক দেয়ার পাশাপাশি রাবারের বেল্ট বা বৈদ্যুতিক তার দিয়ে পেটানো হতো। সেইসঙ্গে কোমরের সঙ্গে ঘাড় বেঁধে ফেলে রাখা হতো ঘন্টার পর ঘন্টা। এটি মারধর করার চেয়েও বেশি কষ্টদায়ক বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহীদের গোপন বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা।

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এসব সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের বেশিরভাগ সৌদি আরব, ইরাক, লিবিয়া ও মিশরের অধিবাসী। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কথিত ইসলামি হুকুমাত প্রতিষ্ঠা করেছে। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মদদে প্রতিষ্ঠিত এসব হুকুমাত প্রতিষ্ঠিত হয়েছে মূলত শান্তির ধর্ম ইসলামের বদনাম করার জন্য। পশ্চিমা দেশগুলো এদেরকে সিরিয়ায় ঢুকিয়ে দিয়ে একদিকে ইসরাইল বিরোধী শাসক বাশার আসাদকে ঘায়েল করার চেষ্টা করছে অন্যদিকে ইসলামের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন