‘আরাকে উতপাদিত প্লুটোনিয়াম পরমাণু বোমা বানানোর উপযোগী নয়’

‘আরাকে উতপাদিত প্লুটোনিয়াম পরমাণু বোমা বানানোর উপযোগী নয়’


আলী আকবর সালেহি
ইরানের ‘আরাক’ ভারী পানির চুল্লিতে উতপাদিত প্লুটোনিয়াম মোটেই পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা সম্ভব নয়। এ খবর জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা- এইওআই’র প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি।

তিনি শুক্রবার তেহরানে বলেছেন, “৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরাকের পরীক্ষামূলক চুল্লিতে উতপাদিত প্লুটোনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব নয়; কারণ, এখানে উতপাদিত প্লুটোনিয়াম এক বছরের জন্য চুল্লির ভেতর সংরক্ষিত থাকে।”

সালেহি বলেন, “ভারী পানির চুল্লিতে উতপাদিত প্লুটোনিয়াম ওই চুল্লির মধ্যে চার সপ্তাহের বেশি থাকলে তা আর পরমাণু বোমা তৈরির উপযোগী থাকে না। কারণ, ততদিনে তা দূষিত হয়ে যায়। কিন্তু পরমাণু বোমা বানানো না গেলেও অন্য কাজে তা ব্যবহার করা যায়।” আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারিতেই আরাকে উতপাদিত প্লুটোনিয়াম এক বছরের জন্য চুল্লির ভেতরেই সংরক্ষিত থাকে বলে সালেহি উল্লেখ করেন।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরো বলেন, পরমাণু বোমা তৈরির জন্য প্লুটোনিয়াম শোধন করার প্রয়োজন রয়েছে। ইরান সে ধরনের কোনো শোধন ব্যবস্থাই তৈরি করেনি।

আরাকে উতপাদিত প্লুটোনিয়াম দিয়ে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে তার জবাব সালেহি এসব কথা বললেন। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যখন ওই চুল্লিতে আইএইএ’র ক্যামেরা বসানো রয়েছে এবং ওই সংস্থার পর্যবেক্ষকরা যখন যেকোনো সময় তা পরিদর্শন করতে পারছেন তখন এ নিয়ে পাশ্চাত্যের কোনো শঙ্কা থাকাই উচিত নয়। তিনি বলেন, আরাক চুল্লির কাজ বন্ধ করা কিংবা অন্য পরমাণু স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ স্থগিত রাখা হচ্ছে ইরানের রেড লাইন। তেহরান কখনওই এ লাইন অতিক্রম করবে না বা কাউকে করতে দেবে না।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন