যুবরাজ সালমানকে সরানোর ষড়যন্ত্রে সৌদি গোয়েন্দা প্রধান
যুবরাজ সালমানকে সরানোর ষড়যন্ত্রে সৌদি গোয়েন্দা প্রধান
সৌদি গোয়েন্দা প্রধান বান্দার বিন আব্দুল আজিজ
সৌদি আরবের যুবরাজ সালমান বিন আব্দুল আজিজকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ। এ জন্য তিনি তার সমস্ত প্রচেষ্টা শুরু জোরদার করেছেন।
এরইমধ্যে তিনি সালমানের বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন যে, সালমানের স্বাস্থ্যগত অবস্থা ভালো নয় এবং তিনি নিজের দায়িত্ব পালনে অক্ষম।
বান্দার এবং তার লবি চেষ্টা চালাচ্ছে যাতে রাজা আব্দুল্লাহ যুবরাজের পদ থেকে সালমানকে সরিয়ে দিয়ে তাকে নিয়োগ দেন। তবে এ পর্যন্ত সৌদি আরবের সর্বোচ্চ কাউন্সিল বিষয়টি নাকচ করে এসেছে। এ কাউন্সিলই রাজার উত্তরসূরি মনোনীত করে।
বান্দারের বিরুদ্ধে সিরিয়া, লেবানন, মিশর এবং ইরাকে প্রাণঘাতী ও ভয়াবহ সন্ত্রাসী বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া, গত সেপ্টেম্বরে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক তামির পারদোর সঙ্গে অনুষ্ঠিত বান্দারের বৈঠকে ক্ষুব্ধ হয় সৌদি কর্তৃপক্ষ। জর্দানের আকাবা শহরে এ বৈঠক হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন