লেবাননে ঢুকতে গিয়ে গুলিতে ইসরাইলি সেনা নিহত
লেবাননে ঢুকতে গিয়ে গুলিতে ইসরাইলি সেনা নিহত
লেবানন সীমান্ত অতিক্রম করতে গিয়ে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে এক ইসরাইলি সেনা। লেবানন-ইসরাইল সীমান্তে রোববার শেষ বেলায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ইহুদিবাদী ইসরাইলি সেনারা জানিয়েছে, লেবানন সীমান্ত দিয়ে টহলরত একটি সাঁজোয়া যান লক্ষ্য করে ওই গুলি চালানো হয়। তবে লেবাননের সূত্রগুলো জানিয়েছে, সীমান্ত লঙ্ঘন করে ওই সৈন্য দেশটির ভেতর অনুপ্রবেশের চেষ্টা করছিল। তেলআবিব এ গুলিবর্ষণের জন্য লেবাননের সেনাবাহিনীকে দায়ী করেছে। ইহুদিবাদী সেনাবাহিনী তাদের এক সৈন্য'র নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
লেবানন-ইসরাইল সীমান্তে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী- ইউনিফিল বলেছে, তারা সীমান্তে একটি 'মারাত্মক ঘটনা'র খবর পেয়েছেন। ইউনিফিলের মুখপাত্র অ্যান্দ্রেয়া তেনেন্তি বলেছেন, "কী ঘটেছে এবং বর্তমানে পরিস্থিতি কী তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।" তিনি আরো বলেন, "আমরা ইসরাইল ও লেবাননের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।"
২০০৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব পাসের মধ্যদিয়ে ইসরাইল ও হিজবুল্লাহর যুদ্ধ বন্ধ হয়। ওই প্রস্তাবে লেবাননের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানাতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু ইহুদিবাদী সেনারা প্রায়ই লেবাননের স্থল ও আকাশসীমা লঙ্ঘন করছে। লেবানন ২০০৯ সালে জাতিসংঘের কাছে এক অভিযোগে দলিল-প্রমাণ উপস্থাপন করে জানায়, ইসরাইল তিন বছরে অন্তত ৭,০০০ বার লেবানন সীমান্ত লঙ্ঘন করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন