মুনাজাতে রাজিন
মুনাজাতে রাজিন
হে খোদা তুমি এমন এক স্বত্তা যে, তোমার কাছে বান্দা আবেদন করলে তুমি তাকে দান কর। যা কিছু তোমার কাছে আশা করা হয় তুমি তা তুমি পূরণ কর। কেননা তুমি চাও যে, বান্দারা যেন তোমার নৈকট্য অর্জন করে। যখন তারা প্রকাশ্যে গুনাহ করে তখন তুমি তাদের গুনাহকে আচ্ছাদিত কর। তারা তোমার উপরে ভরসা করে কেননা এটা তাদের জন্য আশ্রয়স্থল যথেষ্ট। খোদা তুমি ছাড়া আর কে আছে যারা তোমার কাছে নিজেকে সমর্পিত করে এবং তুমি তাদের সহায় হও না। তোমার মতো কে আছে যার কাছে মানুষেরা নিজেকে লুটিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং তুমি তাদের ক্ষমা ও দয়া কর না। হে খোদা! এটা কি হতে পারে যে আমি তোমার দরবার থেকে খালি হাতে নিরাশ হয়ে ফিরে যাব। আমি তোমাকে ছাড়া এমন কাউকে চিনি না যার কাছে দয়া ভিক্ষা চাইব। কেননা সব কিছুর মূলে তুমিই রয়েছ তখন আমি কিভাবে অন্যদের উপরে ভরসা করবো। আমি কিভাবে তোমাকে ছেড়ে অন্যদের প্রতি আশাবাদী হব যখন সবকিছূর উপরে তোমার কর্তৃত্ব রয়েছে। এর পরেও কি আমি তোমার প্রতি নীরাশ হব যখন তুমি তোমার দয়ায় আমাকে ঐ সমস্ত কিছু দান করেছ যা আমি তোমার কাছে চাইনি। যখন আমি তোমার কাছে চাই তখন তুমি আমাকে আমার চাহিদা অনুযায়ি দান কর। হে খোদা! তোমার রহমত থেকে সৌভাগ্যে অর্জনকারী তোমার প্রেরিত বান্দাগণ যারা বিভিন্ন কষ্ট সহ্য করেছেন এবং অবশেষে তোমার ক্ষমা ও সন্তুষ্টি অর্জন করেছেন, তাহলে আমি কিভাবে তোমাকে ভুলে যাব? যখন তুমি সর্বদা আমার অন্তরে রয়েছ। তোমার কাছ থেকে দূরে থাকা অসম্ভব কেননা তুমি সর্বদা আমার রক্ষণাবেক্ষন করছ। হে খোদা! আমি তোমার দয়াপ্রার্থী এবং তোমার দানের মুখাপেক্ষী। তুমি আমাকেও স্বীয় পবিত্র সত্তা অনুযায়ি পবিত্র করে দাও এবং তোমার নির্বাচিত বান্দাদের মধ্যে আমাকে সামিল করে নাও। হে খোদা! তোমার কাছে সবাই আশ্রয় গ্রহণ করে। হে সবচেয়ে উত্তম আশ্রয়দানকারী! তোমার কাছে যদি কেউ কিছু চাই তাহলে তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দাও না এবং তাকে নীরাশ কর না। হে খোদা! তোমার দানের দরজা খোলা রয়েছে এবং তুমি আশাবাদীদের জন্য আশার পর্দা উন্মোচিত রেখেছ। তোমার মহত্ত থেকে আমাকে এমন শক্তি দান কর, যেন অজানা বিষয়াবলি আমার কাছে উন্মোচিত হয়। তুমি আমাকে স্বীয় আশার ভান্ডার থেকে এতখানি দান করেন, যেন আমি সন্তুষ্ট হয়ে যায় এবং পৃথিবীর বিভিন্ন সমস্যাবলি আমার জন্য সহ্যনীয় হয়ে যায়। আমার অন্তর থেকে আমার ভ্রান্ত ধারণাকে বিদুরিত কর। হে দয়াশীল ও দয়াবান।
নতুন কমেন্ট যুক্ত করুন