ইসরাইলের অনড় অবস্থান: অনিশ্চিত আপোষ আলোচনার ভবিষ্যত

ইসরাইলের অনড় অবস্থান: অনিশ্চিত আপোষ আলোচনার ভবিষ্যত

ইসরাইলের অনড় অবস্থান: অনিশ্চিত আপোষ আলোচনার ভবিষ্যত


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষে মধ্যকার আপোষ আলোচনা নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য ইসরাইল সফরে গেছেন। গত এক সপ্তাহে তিনি এ নিয়ে দ্বিতীয়বার ইসরাইল সফরে গেলেন। এ ছাড়া গত এক বছরে এটা তার নবম ইসরাইল সফর।

জন কেরি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ‌আলাদা আলাদাভাবে বৈঠক করে তথাকথিত আলোচনা প্রক্রিয়ায় বিরাজমান বাধা দূর করার চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে ইসরাইল ও স্বশাসন কর্তৃপক্ষের মধ্যকার শান্তি আলোচনায় অগ্রগতির ব্যাপারে ওয়াশিংটনের আগ্রহের কথা উল্লেখ করে বলেছেন, আগামী নয় মাসের মধ্যে আপোষ আলোচনায় ইতিবাচক ফল পেতে আমেরিকা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।

এর আগে স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেলখানায় আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরাইলের সঙ্গে আলোচনায় বসতে তাদের সম্মতির কথা জানিয়ে বলেছিলেন, ইসরাইল যদি আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয় তাহলে তারা এর জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দ্বারস্থ হবে। মাহমুদ আব্বাস অন্তত ১০০জনকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছিলেন। জন কেরিও ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনা চলার একই সময়ে ধাপে ধাপে ফিলিস্তিনি বন্দী মুক্তির ব্যাপারে উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত মাত্র দুই পর্বে কিছু সংখ্যক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ফিলিস্তিনের আলোচক দল জানিয়েছে, চলতি মাসে তৃতীয় যে গ্রুপটির মুক্তি দেয়ার কথা ছিল তা আরো এক মাসের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে ইসরাইলের জন্য আরো ছাড় আদায় করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির চেষ্টা করছে। আপোষ আলোচনাকে এগিয়ে নেয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্দানের যাবেন বলে কথা রয়েছে। কিন্তু বন্দী মুক্তির ব্যাপারে ইসরাইলের গড়িমসি ও অবৈধ ইহুদি উপশহর নির্মাণ অব্যাহত থাকায় এবারের আলোচনাও অতীতের মতই ব্যর্থ হবে বলে অনেকে মনে করছেন।

ইহুদিবাদী ইসরাইল ইহুদি বসতি নির্মাণ কাজ অব্যাহত রাখায় বেশ ক’বছর পর মার্কিন মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মধ্যকার নতুন করে আলোচনা চলতি বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আপোষ আলোচনাকে পুনরুজ্জীবিত করার জন্য এমন সময় নতুন করে ততপরতা শুরু করেছেন যখন ইহুদি বসতি নির্মাণ কাজ অব্যাহত থাকায় ফিলিস্তিনিরা প্রচণ্ড ক্ষুব্ধ। কিন্তু দখলদার ইসরাইল সাফ বলে দিয়েছে, আলোচনার স্বার্থে তারা ইহুদি বসতি নির্মাণ বন্ধ করবে না।

আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মার্কিন দৌঁড়-ঝাপ এমন সময় শুরু হয়েছে যখন ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা স্বীকার করেছেন এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তাতে বিন্দুমাত্র অগ্রগতি হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবারের সফরে এসেও প্রতিশ্রুতি দেয়া ছাড়া আর কিছুই দিতে পারেননি। এ অবস্থায় ফিলিস্তিনের জনগণ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ইসরাইলের সঙ্গে ফের আপোষ আলোচনা শুরুর বিরোধিতা করেছে। তারা মনে করেন, দখলদার ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনায় বসার ফলে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন