সিরিয়ায় পাঁচ বার রাসায়নিক হামলা হয়েছে: জাতিসংঘ

সিরিয়ায় পাঁচ বার রাসায়নিক হামলা হয়েছে: জাতিসংঘ


সিরিয়ায় সম্ভবত অন্তত পাঁচ বার রাসায়িনক অস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। (শুক্রবার) জাতিসংঘের পরিদর্শক দলের পক্ষ থেকে যে চূড়ান্ত প্রতিবেদন সংস্থাটির মহাসচিব বান কি মুনের কাছে হস্তান্তর করা হয়েছে, তাতে এ তথ্য রয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে- ‘ঘুটা’, ‘খান আল-আসাল’, ‘জুবার’ এবং ‘আশরাফিয়ে সাহনায়া’ জেলায় এসব হামলা চালিয়েছে। হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বেসামরিক ব্যক্তি ও সেনাবাহিনীও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, ১৯ মার্চ আলেপ্পোর কাছে ‘খান আল-আসাল’ শহরে সেনাবাহিনী ও নিরস্ত্র মানুষের ওপর রাসায়নিক হামলা চালানো হয়। রাজধানী দামেস্কের অদূরে জুবার গ্রামেও রাসায়নিক অস্ত্রের হামলায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়।

তবে এসব রাসায়নিক হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে কিছুই বলা হয়নি। সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা দেশটির বিভিন্ন স্থানে রাসায়নিক হামলার জন্য পরস্পরকে দায়ি করে আসছে। এর আগে গত মাসে জাতিসংঘের বিশেষজ্ঞ দল এ বিষয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে জমা দেয়। ওই প্রতিবেদনেও বলা হয়, সিরিয়ায় ব্যাপক পরিমাণে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সিরিয়ার সরকার অভিযোগ করেছে, বিদেশি মদদপুষ্ট গেরিলারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। গেরিলারাও সিরিয়ার সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে। সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদেরকে অস্ত্রসহ সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন