মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে: মার্কিন বিশ্লেষক

মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে: মার্কিন বিশ্লেষক


আমেরিকার একজন খ্যাতনামা সাংবাদিক জেমস ফিতযের বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণকারী এ অধ্যাপক ও সাংবাদিক ইরানের স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। বেইজিং সারা পৃথিবী থেকে ওয়াশিংটনের প্রভাব খর্ব করার চেষ্টা করছে এ ধারনার ওপর ভিত্তি করে চীন বিরোধী মার্কিন নীতির সমালোচনা করে তিনি বলেছেন, আমেরিকার উচিত চীনের সার্বভৌমত্বের প্রতি আরো বেশি সম্মান জানানো। জেমস ফিতরেয মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন নীতির ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছেন, বিদেশে বিভিন্ন মিশন বাস্তবায়ন করতে গিয়ে মার্কিন অর্থনীতি গভীর সংকটে পড়েছে।

এ সাংবাদিক চীনের ব্যাপারে মার্কিন নীতির কথা উল্লেখ করে আরো বলেছেন, চীনের আমেরিকা বিরোধী অবস্থান অপ্রত্যাশিক কিছু ছিল না। কারণ মার্কিন সরকার কিছুদিন আগে বলেছে, তারা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের রাজনৈতিক ও সামরিক প্রভাব মোকাবেলা করবে। এ ঘোষণার পর চীনও মহাসাগরে তার নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে এবং এর ফলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন