‘ইরানের অধিকার মেনে নেয়া ছাড়া উপায় ছিল না আমেরিকার'
‘ইরানের অধিকার মেনে নেয়া ছাড়া উপায় ছিল না আমেরিকার'
জেনারেল মাইকেল হেইডেন
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হেইডেন বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে ওয়াশিংটন। এ ছাড়া, অন্য কোনো ভাল উপায়ও আমেরিকার সামনে খোলা ছিল না বলেও স্বীকার করেছেন তিনি।
‘ফক্স নিউজ সানডে’র টকশোতে এসব কথা বলেছেন সিআইএ’র সাবেক পরিচালক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে আমেরিকা। জেনেভায় ইরানের সঙ্গে জার্মানি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মাইকেল হাইডেন।
এ ছাড়া, আমেরিকা এতকাল যে বিষয়টিকে রেড লাইন বলে মনে করত তা এ চুক্তির মাধ্যমে বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এর চেয়ে ভাল কোনো বিকল্প ছিল না; তাই তিনি চান এ চুক্তি ঠিকমতো কার্যকর হোক। জেনারেল হেইডেন বলেন, বিষয়টি এমন নয় যে আমেরিকার কাছে পছন্দনীয় আরো অনেক পথ খোলা ছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন