ইসরাইলে অস্ত্র চুরি: খোয়া গেছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও
ইসরাইলে অস্ত্র চুরি: খোয়া গেছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও
দখলদার ইসরাইলে অস্ত্র চুরির ঘটনা বেড়েছে। গত ২০১২ সালে ইসরাইলের সেনাবাহিনীর এক কোটি চল্লিশ লাখ ডলারের অস্ত্র চুরি গেছে। ইহুদিবাদী দৈনিক হারেতয জানিয়েছে, ২০১২ সালে অস্ত্র চুরি যাওয়ার কারণে ইসরাইলি বাহিনীর যে পরিমাণ ক্ষতি হয়েছে, চলতি বছর তা আরও বাড়বে।
এ বছর ইসরাইলি ঘাঁটি থেকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ‘গিল’-র মতো অত্যাধুনিক অস্ত্রও চুরি গেছে বলে পত্রিকাটি খবর দিয়েছে। এসব অস্ত্র ইসরাইল বিরোধী যোদ্ধাদের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে ইসরাইলি কর্মকর্তারা।
হারেৎযের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলি সামরিক ঘাঁটিগুলো থেকে অস্ত্র চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। একজন ইসরাইলি সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সেনা ঘাঁটিগুলো থেকে যুদ্ধ সরঞ্জামের পাশাপাশি গাড়ি ও জেনারেটরও চুরি হচ্ছে। ইসরাইলি সেনাদের যোগসাজশে এসব চুরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
২০০৭ সালে অস্ত্র চুরির কারণে ইসরাইলের ক্ষতি হয়েছিল চার কোটি ২০ লাখ ডলার।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন