আমেরিকার জন্য হুমকি হয়ে উঠবে সিরিয়ার গেরিলারা: ওয়াশিংটন

আমেরিকার জন্য হুমকি হয়ে উঠবে সিরিয়ার গেরিলারা: ওয়াশিংটন


সিরিয়ার যুদ্ধরত বিদেশি গেরিলা
সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নাগরিকরা আমেরিকার নিরাপত্তার জন্যই হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন সরকারি কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যেসব মার্কিন নাগরিক যুদ্ধ করছে, তারা সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার মাধ্যমে প্রভাবিত হতে পারে এবং আমেরিকায় ফিরে এসে দেশটির নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সিরিয়ায় তিন বছর ধরে চলমান সংঘাতে ঠিক কয় জন মার্কিন নাগরিক সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে সে বিষয়ে তাদের কাছে কোন পরিসংখ্যান নেই।
গত মাসে মার্কিন সিনেটর থমাস কার্পার নিরাপত্তা বিষয়ক কমিটিতে বলেছিলেন, মার্কিন নাগরিকদের পাশাপাশি কানাডা এবং ইউরোপের নাগরিকরা সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ায় যুদ্ধ করছে। এসব নাগরিক ফিরে এসে নিজ দেশেই হামলা শুরু করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

আমেরিকাসহ তার মিত্র দেশগুলো সিরিয়ার স্বাধীনচেতা প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে সেখানে অস্ত্রধারীদের পাঠিয়েছে। মার্কিন মদদপুষ্ট এসব সন্ত্রাসীর মধ্যে আমেরিকা ও ইউরোপের নাগরিকরাও রয়েছে। কিন্তু এখন এসব নাগরিককে নিয়েই মারাত্বক সঙ্কটে পড়েছে আমেরিকা।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন