ইরানের নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার

ইরানের নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার


সংস্কারের পর লাভান যুদ্ধজাহাজকে নোঙর করা অবস্থায় দেখা যাচ্ছে
ইরানের নৌবাহিনীতে একটি নতুন যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টার গানশিপ যুক্ত করা হয়েছে। ইরানি সামরিক বাহিনীর সরঞ্জাম উন্নয়নের পদক্ষেপ হিসেবে এই যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পুরোপুরি সংস্কার করা হয়েছে।

ইরানি নৌবাহিনীর কারিগরি বিভাগের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আব্বাস জামিনি জানিয়েছেন, লাভান শ্রেণীর এই যুদ্ধজাহাজ দিয়ে উপকূলীয় অঞ্চলে বোমা হামলা চালানো এবং হেলিকপ্টার ও সাঁজোয়া যান বহন করা যাবে। ৩,০০০ টন ওজনের এ যুদ্ধজাহাজটির সংস্কার কাজ ৩৩ মাসে সম্পন্ন হয়েছে।

সুলতান নামে পরিচিত এসএইচ৩ডি জঙ্গী হেলিকপ্টারটির সংস্কার সম্পর্কে জানাতে গিয়ে অ্যাডমিরাল জামিনি বলেন, এটি ডুবোজাহাজ ধ্বংস করতে এবং ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহন করতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন