ইউরোপীয় কূটনীতিকরা সিরিয়ায় আসতে শুরু করেছেন

ইউরোপীয় কূটনীতিকরা সিরিয়ায় আসতে শুরু করেছেন


ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিক ও গোয়েন্দারা সিরিয়ায় সতর্কতামূলক সফরে আসতে শুরু করেছেন। তারা সবাই আবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছেন।

২০১২ সাল থেকে বৈরুতে অবস্থানকারী ইউরোপীয় এক কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, গত মে মাস থেকে আমরা আসা শুরু করেছি; প্রথমে একদিনের জন্য, পরে দুই দিন তারপর তিন দিনের জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কূটনীতিক জানান, এখন তারা একসঙ্গে এক মাস কিংবা দু’মাস থাকার পরিকল্পনা করছেন।

এ কূটনীতিক জানান, ২০১৪ সালের প্রথম দিকে ইউরোপের বহু দেশের কূটনীতিক দামেস্কে ফিরবেন বলে আশা করছেন তিনি। বর্তমানে অস্ট্রিয়া, রুমানিয়া, স্পেন, সুইডেন, ডেনমার্ক এবং ইউরোপের বেশ কয়েকজন চার্জ দ্যা অ্যাফেয়ার্স নিয়মিত সিরিয়া সফর করছেন। এছাড়া, চলতি মাসের গোড়ার দিকে বহুসংখ্যক কূটনীতিক সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে সাক্ষাত করেন। তারা সবাই সিরিয়ায় নতুন করে দূতাবাস খোলার বিষয়ে কথা বলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে সিরিয়ার দূতাবাসগুলোও খোলা রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন