ইরানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে ৯ দেশের জন্য
ইরানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে ৯ দেশের জন্য
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে আরো নয়টি দেশের জন্য মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং তাইওয়ানের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। কেরি দাবি করেন, এসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে চলার কারণে আমেরিকা সন্তুষ্ট হয়ে তাদের জন্য এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কা ইরান থেকে অপরিশোধিত তেল না কেনায় তারাও ছাড়ের আওতায় আসছে।
এ সম্পর্কে এক বিবৃতিতে জন কেরি বলেন, উল্লিখিত দেশগুলোকে আগামী ছয় মাস কোনো শাস্তির আওতায় না এনে ইরান থেকে তেল কিনতে দেয়া হবে।
২০১২ সালে এক আইনের বলে এসব দেশকে ইরান থেকে তেল না কিনতে বাধ্য করে আমেরিকা। তবে, কোনো দেশ যদি ইরান থেকে তেল কেনা কমিয়ে দেয় তাহলে সেসব দেশকে নতুন করে তেল কেনার সুবিধা দেয়ার বিধান আছে ওই আইনে। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের আওতায় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন