চীনা সংবাদ মাধ্যমে ঝড়: ‘ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নিন’
চীনা সংবাদ মাধ্যমে ঝড়: ‘ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নিন’
বি-৫২ বোমারু বিমান
মার্কিন বি-৫২ বোমারু বিমান চীনের ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা’ বা এডিআইজেড অঞ্চলে ঢোকার পর বেইজিং যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে চীন সরকার।
গত শনিবার পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের আকাশসীমায় ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা’ বা এডিআইজেড প্রতিষ্ঠার ঘোষণা দেয় চীন সরকার। বেইজিং সতর্ক করে দেয়, এডিআইজেড অঞ্চল দিয়ে উড়ে যাওয়া সব বিমানকে চীনা আইন মানতে হবে। তা না হলে আইন অমান্যকারী বিমানকে নামিয়ে তল্লাশি করার অধিকার সংরক্ষণ করবে বেইজিং। কিন্তু এ ঘোষণার একদিন পর আমেরিকা চীনের এ আইন অমান্য করার ঘোষণা দেয় এবং ওই অঞ্চলের উপর দিয়ে পেন্টাগনের বি-৫২ বোমারু বিমান নির্বিবাদে উড়ে যায়।
মার্কিন বোমারু বিমানগুলো বিতর্কিত সেনকাকু বা দিয়াইয়ু দ্বীপপুঞ্জের উপর দিয়ে ওড়াউড়ি করে এবং এজন্য চীনের কোনো অনুমতি নেয়া হয়নি বলে পেন্টাগন জানায়।
অন্যদিকে চীন বলেছে, এডিআইজেড অঞ্চলে বোমারু বিমান প্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে। মার্কিন বোমারু বিমানগুলো নিরস্ত্র ও দূরপাল্লার ছিলো বলে চীন জানিয়েছে।
চীনের এ পর্যবেক্ষনের দাবির তীব্র সমালোচনা করেছে চীনা দৈনিক গ্লোবাল টাইমস। চীনের প্রতিক্রিয়া অত্যন্ত নমনীয় ছিলো উল্লেখ করে সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন সময়মত উপযুক্ত প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধে চীনা কর্মকর্তাদের দ্রুত প্রতিক্রিয়া দেখানো উচিত।
চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির সঙ্গে গ্লোবাল টাইমসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করা হয়।
এ ছাড়া, দেশটির রাষ্ট্রীয় দৈনিক চীনা ডেইলি বলেছে, ওয়াশিংটনের তত্পরতা টোকিওর বিপজ্জনক যুদ্ধকামী মনোভাব আরো বাড়িয়ে দেবে এবং চীন ও আমেরিকাকে সংঘর্ষের পথে ঠেলে দেবে।
পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা। ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। কোনো কোনো চীনা নাগরিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন চীন সফরের আমন্ত্রণ বাতিলেরও আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, বাইডেনের চীন সফরের এটি সঠিক সময় নয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন