এ যাবতকালের সর্ববৃহত সাইবার মহড়া শুরু করেছে ন্যাটো
এ যাবতকালের সর্ববৃহত সাইবার মহড়া শুরু করেছে ন্যাটো
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এ যাবতকালের সর্ববৃহত সাইবার মহড়া শুরু করেছে।
ন্যাটোভুক্ত দেশগুলো এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একযোগে চালানো বড় ধরণের সাইবার হামলা প্রতিহত করার অনুশীলন করা হবে এ মহড়ায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মহড়া বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এস্তোনিয়ায় অবস্থিত ন্যাটোর সাইবার প্রতিরক্ষা কেন্দ্রে এ প্রতিরক্ষা মহড়া চলছে।
‘সাইবার কোয়ালিশন ২০১৩’ নামের এ মহড়ায় ন্যাটো বহির্ভূত পাঁচ দেশসহ ইউরোপের ৩০টির বেশি দেশ অংশ নিয়েছে। ‘সাইবার কোয়ালিশন ২০১৩’তে অংশগ্রহণকারী ন্যাটো বর্হিভূত দেশগুলো হলো, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন এবং সুইজারল্যান্ড। এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়ন এবং নিউজিল্যান্ড এ মহড়ায় পর্যবেক্ষকের মর্যাদায় যোগ দিয়েছে।
ন্যাটো এর আগে বলেছে, সদস্য দেশ ও অংশগ্রহণকারী দেশগুলো থেকে সাইবার প্রতিরক্ষা বিষয়ক প্রায় ৩০০ বিশেষজ্ঞ এ মহড়ায় অংশ নেবেন। এ ছাড়া, এস্তোনিয়ার তারতু শহরে অবস্থিত সামরিক প্রশিক্ষণ স্থাপনা থেকে বাড়তি ৩০ জন বিশেষজ্ঞও অংশ নেবেন এতে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন