যে নারী পরিচালনা করেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা
যে নারী পরিচালনা করেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ কার্যত পরিচালনা করছেন এ সংস্থার নির্বাহী পরিচালক ফ্রান ফ্রিলিচ নামে এক নারী। পদমর্যাদার দিক থেকে তৃতীয় শীর্ষ কর্মকর্তা হলেও এনএসএ’র দৈনন্দিন যাবতীয় কর্মকাণ্ড তারই কঠোর নজরদারিতে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফরেন পলিসি।
মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের গোপন তথ্য ফাঁস করার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে উঠে এসেছে এনএসএ’র নাম। এ ঘটনা সামাল দেয়ার জন্য এনএসএ’র পরিচালক জেনারেল কিথ আলেকজান্ডার এবং উপ পরিচালক ক্রিস ইংলিসকে ব্যস্ত থাকতে হচ্ছে। আড়িপাতার কেলেঙ্কারি প্রকাশকে কেন্দ্র করে মার্কিন প্রশাসন, জনগণ ও রাজনৈতিক অঙ্গনে যে ঝড় উঠেছে তা সামাল দিতে গিয়ে এসব কর্মকর্তা এনএসএ’র প্রাত্যহিক কাজকর্ম পরিচালনার বিষয়ে নজর দেয়ার কোনো অবকাশই পান না।
গত জুনে স্নোডেন গোপন তথ্য ফাঁস করার পর থেকে জেনারেল আলেকজান্ডার এবং ইংলিসকে সাক্ষ্য দিতে, বক্তৃতা করতে এবং সাক্ষাতকার দিতে অনন্ত ২২ বার কংগ্রেসের সামনে হাজির হতে হয়েছে। আড়িপাতার কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার আগের ছয় মাসে জেনারেল আলেকজান্ডারকে মাত্র দু’দফা কংগ্রেসে হাজিরা দিতে হয়েছিল। আর ইংলিসকে একবারও এ কাজ করতে হয়নি। এ ছাড়া, জনসম্মক্ষে তারা বের হয়েছেন খুবই কম। কিন্তু এখন আর সেই অবস্থা নেই; অনেকটাই পাল্টেছে।
এদিকে, কেলেঙ্কারিতে জড়িত হওয়ার পরও এনএসএ’র আড়িপাতার ততপরতা কমেনি। এর পুরো কৃতিত্ব বলা চলে ফ্রান ফ্রিলিচের। ১৯৮০’র দশকে এনএসএ-তে কর্মজীবন শুরু করলেও এ পর্যন্ত মাত্র দু’বার সংবাদ মাধ্যমকে সাক্ষাতকার দিয়েছেন তিনি। ফরেন পলিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি ২০১৩ সালকে এনএসএ’র জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে তুলে ধরেন।
পেনসিলভেনিয়ার হোয়ারটন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিষয়ে লেখাপড়া করে ওয়াল স্ট্রিটে যোগ দেয়ার কথা ভেবেছিলেন ফ্রান ফ্রিলিচ। গ্রীষ্মকালে রুশ ভাষা শেখার সময় এনএসএ’র এক নিয়োগদাতা ফ্রান ফিলিচের সঙ্গে সাক্ষাত করেন। এভাবেই তার জীবনধারা বদলে যায়।
আড়িপাতার কেলেঙ্কারি প্রকাশের পরিপ্রেক্ষিতে ফ্রান ফ্রিলিচ বলেন, এনএসএ-কে যা করার অনুমতি দেয়া হয়েছে প্রতিষ্ঠানটি কেবল তাই করেছে। এনএসএ’র কর্মী বাহিনীর ততপরতায় তিনি গর্ব অনুভব করেন বলেও জানিয়েছেন ফ্রান ফিলিচ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন