ইরান-বিরোধী নিষেধাজ্ঞা না দিতে ব্রিটিশ রাষ্ট্রদূতের সুপারিশ
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা না দিতে ব্রিটিশ রাষ্ট্রদূতের সুপারিশ
আমেরিকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ওয়েস্টম্যাকোট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ওয়েস্টম্যাকোট।
তিনি বলেছেন, পরমাণু ইস্যু নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা অচলাবস্থার অবসানে জেনেভায় যখন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে তখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে তা শুধু সংলাপকে ক্ষতিগ্রস্ত করবে।
ওয়েস্টম্যাকোট বলেন, বহু বিষয় নিয়ে যে মতভিন্নতা ছিল তা অনেক কমে গেছে এবং যেগুলো আছে তাও বড় কিছু নয়। কিন্তু এ অবস্থায় যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে পরিস্থিতি আবার উল্টে যাবে।
গত জুলাই মাসে বিরোধী রিপাবলিকান দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয় যাতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এ বিল এখন সিনেটে পাসের চেষ্টা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন