কাঠ দিয়ে বিশ্বের প্রথম কোরআন শরীফ তৈরি

কাঠ দিয়ে বিশ্বের প্রথম কোরআন শরীফ তৈরি


ইরানে কাঠের তৈরি বিশ্বের প্রথম কোরআন শরীফের প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ে এই মহাগ্রন্থের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কাঠে নির্মিত বিশ্বের এই প্রথম কোরআন শরীফ তৈরি করেছেন ইরানি শিল্পী মোহসেন ফুলাদি। পবিত্র এই গ্রন্থের অলংকরণের ব্যবহৃত হয়েছে দামি পাথর, ধাতু ও রেশম। কাঠের তৈরি ৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৪৫ সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট গ্রন্থটি ১৫ সেন্টিমিটার পুরু এবং এটির ওজন ১০ থেকে ১২ কিলোগ্রাম। কাঠ দিয়ে গ্রন্থটি তৈরির জন্য শিল্পী মোহসিন ফুলাদিকে বহু বছর গবেষণা করতে হয়েছে। দৈনিক ১২ থেকে ১৭ ঘন্টা পরিশ্রম করে তিনি তিন বছরে কাজটি শেষ করেছেন । বিশ্বে এর আগে কেউ কাঠ দিয়ে পুস্তক তৈরি করেনি তাই অনবদ্য এই শিল্পকর্ম গিনিজ বুক অব রেকর্ডের অন্তর্ভূক্তি হবে বলে আশা প্রকাশ করেন শিল্পী মোহসিন ফুলাদি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন