'ইসরাইলকে ধরাপৃষ্ঠ থেকে নির্মূলের নীতিতে অটল রয়েছে ইরান'
'ইসরাইলকে ধরাপৃষ্ঠ থেকে নির্মূলের নীতিতে অটল রয়েছে ইরান'
ইরানের স্বেচ্ছাসেবী বাহিনীর প্রধান বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলকে ধরা-পৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার নীতির ওপর অবিচল রয়েছে।
ইরানের বাসিজ বা স্বেচ্ছাসেবী গণবাহিনীর প্রধান মেজর জেনারেল মুহাম্মাদ রেজা নাক্বদি মঙ্গলবার ভোরে ইসলামী এই দেশটির প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (র.)'র মাজার প্রাঙ্গণে এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ইরানের মুসলিম জাতি অধিকৃত ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার জিহাদে অংশ নেয়ার অনুমতি লাভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রেজা নাক্বদি বলেছেন, বাসিজ তার শক্তিমত্তা, সম্মান ও খ্যাতির জন্য মরহুম ইমাম খোমেনীর আলোকময়তার কাছে ঋণী। এই গণবাহিনী ইমাম (র.)'র নেতৃত্ব ও নাম ছাড়া কখনও পরিচিত হতে পারে না।
তিনি বলেন, বাসিজের এক হাজার ৭৫০ টি ব্রিগেডের কমান্ডাররা ইসরাইলকে ধ্বংসের প্রতিশ্রুতির ওপর অবিচল রয়েছেন এবং এ জন্যই আমাদের ব্রিগেডগুলোর নাম ইমাম আলী (আ.) ব্রিগেড ও ইমাম হুসাইন (আ.) ব্রিগেড রাখার পর বায়তুল মুকাদ্দাস ব্রিগেড রাখা হয়েছে।
রেজা নাক্বদি বলেন, "মুসলমানদেরকে দখলদারদের হাত থেকে মুক্ত না করা এবং ইরানের সর্বোচ্চ নেতা বা ওয়ালি আমরে মুসলিমিনের সঙ্গে মুসলমানদের প্রথম কেবলার স্থান আল-আকসা মসজিদে নামাজ না পড়া পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আমাদের লড়াই শেষ হবে না। আমরা ইমাম খোমেনী (র.)'র কাছে এটা শিখেছি যে, যতদিন দাম্ভিক বা সাম্রাজ্যবাদী শক্তির অস্তিত্ব ও জুলুম থাকবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে; আর এই সংগ্রাম বন্ধ হওয়ার মত কোনো বিষয় নয়, বরং প্রতি দিনই নতুন রূপ ও পদ্ধতিতে এই লড়াই চলমান হওয়ায় আমাদেরকেও কৌশল ও রূপ পাল্টিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে।"
তিনি আরো বলেন, বাসিজ যে লড়াইয়ের জন্য প্রস্তুত শত্রুরা চাইলে তা পরীক্ষা করে দেখতে পারে। লেবাননের হিজবুল্লাহ ও গাজার ফিলিস্তিনিরা ইরানের কুদস ব্রিগেডের পক্ষ থেকে শত্রুদেরকে নানা শিক্ষা দিয়েছে বলেও নাক্বদি মন্তব্য করেন।
ইরানের ইসলামী বিপ্লব ইমাম মাহদী (আ.)'র নেতৃত্বাধীন বিশ্ব ইসলামী বিপ্লবের সঙ্গে যুক্ত হবে বলে ইমাম খোমেনী (র.) যে অঙ্গীকার করেছিলেন বাসিজ প্রধান তা স্মরণ করিয়ে দেন। বাসিজ বা ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করার সংগ্রামে ইরানের সর্বোচ্চ নেতা বা ওয়ালিয়ে ফক্বিহকে সহায়তা দেয়ার জন্য সমগ্র অস্তিত্ব কুরবানি করতে প্রস্তুত বলেও তিনি তার বাহিনীর দৃঢ়-প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন