বৈরুত হামলায় ইসরাইল ও সৌদি আরব জড়িত: হিজবুল্লাহ
বৈরুত হামলায় ইসরাইল ও সৌদি আরব জড়িত: হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের সামনে ভয়াবহ বোমা হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব জড়িত।
হিজবুল্লাহর সংসদ সদস্য নাওয়ার আশ-শাহিলি বলেন, যারা সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চায় না তারাই এ হামলা চালিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখামও মঙ্গলবারের এ হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন। তিনি হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার ভাড়াটে সন্ত্রাসীরা আজকের এ অমানবিক ও পৈশাচিক হামলা চালিয়েছে। হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বোমা হামলার পর থেকেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীলভাবে দেখছে বলেও জানান মারজিয়েহ আফখাম।
আজ দুপুরের দিকে বৈরুতে ইরানে দূতাবাসের কাছে ভয়াবহ জোড়া বোমা হামলায় ২৩ জন নিহত ও ১৪০ জনের মতো আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। নিহতদের মধ্যে বৈরুতে নিযুক্তি ইরানের কালচালার কাউন্সিলর ইব্রাহিম আনসারিও রয়েছেন।
আল-কায়েদা সন্ত্রাসী গ্রুপ এ হামলার দায়িত্ব শিকার করেছে। সিরিয়ার সরকারও হামলা নিন্দা জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন