সিরিয়া: সহযোদ্ধার শিরশ্ছেদ করে ক্ষমা চাইলো গেরিলারা
সিরিয়া: সহযোদ্ধার শিরশ্ছেদ করে ক্ষমা চাইলো গেরিলারা
সিরিয়ার তাকফিরি গেরিলা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে তাকফিরি গেরিলারা সরকারি সেনা ভেবে এক সহযোদ্ধার শিরশ্ছেদ করেছে। ওই শিরশ্ছেদের ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। সিরিয়ায় ততপর তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক এন্ড গ্রেটার সিরিয়া বা আইএসআইএস’র গেরিলারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উগ্র গেরিলারা দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা সমবেত কিছু মানুষের সামনে প্রদর্শন করছে। সিরিয়ার সেনা ভেবে আলেপ্পোর কাছাকাছি এলাকা থেকে ওই গেরিলাকে আটক করে উগ্রবাদীরা। শিরশ্ছেদ করার আগে তাকে আহত করা হয়। ওই ঘটনার পর গেরিলা সংগঠন ‘আইএসআইএস’ এক বিবৃতিতে বলেছে, ‘সহযোদ্ধাকে শিরশ্ছেদ করে সেই মাথা জনসমক্ষে প্রদর্শনের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
সিরিয়ার সরকারবিরোধী গেরিলারা সাধারণত তাদের বিরোধীদের মাথা আলাদা করার পর সেগুলো জনসমক্ষে প্রদর্শন করে থাকে। ২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সরকারবিরোধী সহিংসতা চলছে। ভ্রাতৃঘাতী সহিংসতায় এ পর্যন্ত সেখানে এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘ এক পরিসংখ্যানে জানিয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন