পরমাণু চুক্তি ঠেকাতে মার্কিন কংগ্রেসকে ব্যবহার করবে ইসরাইল
পরমাণু চুক্তি ঠেকাতে মার্কিন কংগ্রেসকে ব্যবহার করবে ইসরাইল
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন বলেছেন, সব পক্ষের আন্তরিকতায় ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনা ইতিবাচক গতিতে এগিয়ে চলেছে। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত পরমাণু আলোচনা ব্যর্থ হয়েছে বলে কোনো কোনো সংবাদ ও রাজনৈতিক মহল দাবি করার পর ক্যাথেরিন অ্যাশ্টোন এ কথা বলেছেন।
ছয় জাতিগোষ্ঠী ও ইরানের প্রতিনিধিরা গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনের আলোচনায় তেহরানের দেয়া প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দু’পক্ষের আন্তরিকতায় সংলাপ প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে যায় এমনকি চূড়ান্ত চুক্তির সম্ভাবনা দেখা দেয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীও একে একে জেনেভা সম্মেলনে যোগ দেন। সবাই যখন চুক্তির ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিল ঠিক তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর এক গুঁয়েমি নীতির কারণে চুক্তি বানচাল হয়ে যায় এবং পরবর্তী আলোচনা ২০ নভেম্বর ধার্য করা হয়।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি না হওয়ায় আলোচনার বিরোধী ইসরাইল স্বাভাবিকভাবেই খুশি হয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এক যৌথ সংবাদ সম্মেলনে আলোচনায় অগ্রগতি হওয়ার কথা জানিয়ে আগামী ২০ নভেম্বর ফের সংলাপে বসার ওপর গুরুত্বারোপ করেছেন। এ থেকে আলোচনায় সাফল্য পেতে দু’পক্ষেরই সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়। ক্যাথেরিন অ্যাশ্টোন বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করে বলেছেন, আমরা এমন একটি পর্যায়ে যেতে চাই যাতে সমঝোতার ব্যাপারে সবাই নিশ্চিত হতে পারি। তিনি বলেন, সবাই লক্ষ্য করেছে আলোচনার পরিবেশ খুবই আন্তরিক ছিল এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ বলেছেন, এবারের জেনেভা আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে স্থান পায়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনার ফলাফল পাওয়া যাবে এবং সব পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে। তিনি জেনেভা বৈঠকে অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সমঝোতা হবে বলে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নিশ্চয়তা দিয়েছিল। জন কেরি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তির বিরুদ্ধ ইসরাইলি কর্মকর্তাদের ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানিরা এখন আলোচনার টেবিলে রয়েছে অতএব আমাদেরও উচিত আন্তরিকতার প্রমাণ দেয়া। তিনি বলেন, আমরা অন্ধ নই এবং বোকাও নই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইসরাইলের কর্মকর্তারা পরমাণু বিষয়ে আলোচনাকে ব্যর্থ করে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে কোনো সমঝোতার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে এ ধরনের সমঝোতাকে প্রত্যাখ্যান করেছেন। ইসরাইলের অর্থমন্ত্রী নাফতালি বেনিত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য এখন ওয়াশিংটন সফর করছেন। তিনি বলেছেন, পরমাণু বিষয়ে সমঝোতা ঠেকানোর জন্য ইসরাইল মার্কিন কংগ্রেসে তার প্রভাবকে কাজে লাগাবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন