আলেপ্পো বিমানবন্দর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে; খুলে দেয়ার সম্ভাবনা
আলেপ্পো বিমানবন্দর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে; খুলে দেয়ার সম্ভাবনা
সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা পুনপ্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী। বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের কারণে গত প্রায় এক বছর ধরে বিমানবন্দরটি বন্ধ ছিল।
সিরিয় সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র (সোমবার) জানিয়েছে, আলেপ্পো বিমানবন্দরের আশপাশে গোটা এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর ঠিক বাইরে অবস্থিত বিমানবন্দরটির নিকটবর্তী কৌশলগত ‘বেইস ৮০’ ঘাঁটি দখল সেনাবাহিনীর হাতে আসার একদিন পর এ ঘোষণা দেয়া হলো। সূত্রটি বলেছে, আন্তর্জাতিক বিমানবন্দরটি আবার খুলে দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে চলতি নভেম্বর মাসের গোড়ার দিকে আলেপ্পোর দক্ষিণ-পূর্বে অবস্থিত শহর সাফেইরা পুনর্দখল করে সিরিয়ার সেনাবাহিনী। সেনাসূত্রটি আরো জানিয়েছে, “কয়েকদিনের সংঘর্ষের পর আলেপ্পো ও সাফেইরার মধ্যকার সংযোগ সড়কটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।” সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষিত এ খবরের সত্যতা স্বীকার করেছে বিদ্রোহীদের সমর্থনপুষ্ট সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এ ছাড়া, আল-ওয়াতান পত্রিকা জানিয়েছে, "সাম্প্রতিক সেনা অভিযানে আলেপ্পোয় অবস্থানরত সশস্ত্র ব্যক্তিদের (বিদ্রোহী) সঙ্গে সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের সরবরাহ লাইন বন্ধ হয়ে গেছে। এসব সড়ক এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন