ফরাসি সরকার সম্পূর্ণভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে: ইরান
ফরাসি সরকার সম্পূর্ণভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে: ইরান
মানুসর হাকিকতপুর
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীত বিষয়ক সংসদীয় কমিটির উপ প্রধান মানসুর হাকিকতপুর বলেছেন, “ফরাসি সরকার সম্পূর্ণভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে চলে গেছে। পাশাপাশি এ দেশটি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর সর্বশেষ আলোচনায় আমেরিকার স্বার্থকেও তাড়া করেছে।
মানসুর হাকিকতপুর বলেন, এবারের জেনেভা আলোচনায় ফ্রান্সের প্রতিনিধিরা ইসরাইলের হয়ে কথা বলেছেন।
ইরানের এ সংসদ সদস্য বলেন, “ফ্রান্স সরকার পরিপূর্ণভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় আমরা ফরাসি জাতির জন্য দুঃখ প্রকাশ করছি।”
গত ৯ নভেম্বর জেনেভায় পরমাণু আলোচনার তৃতীয় দিনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস ইরানের সঙ্গে চুক্তির বিরোধিতা করে বলেছিলেন, ইসরাইল সরকারের উদ্বেগকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। তিনি আরো বলেছিলেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার ও আরাক হেভিওয়াটার রিঅ্যাক্টর নির্মাণ বন্ধ না করলে চুক্তি করা সম্ভব নয়। তার এ অনড় অবস্থানের কারণে ওইদিন কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দু’পক্ষ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন