জেনেভা বৈঠকে বসতে রাজি সিরিয় বিরোধীরা; তবে শর্ত আছে

জেনেভা বৈঠকে বসতে রাজি সিরিয় বিরোধীরা; তবে শর্ত আছে


সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা প্রস্তাবিত জেনেভা দ্বিতীয় সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে নতুন শর্ত দিয়েছে।

সিরিয়ার কথিত বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে- বাশার আসাদের সরকার যদি ত্রাণ সংস্থাগুলোকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিনা বাধায় ঢুকতে দেয় তাহলে এসএনসি জেনেভা সম্মেলনে যোগ দেবে। তারা বলেছে, এ শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

এছাড়া, সব রাজবন্দীর মুক্তিও দাবি করেছে তারা। এসএনসি আবারো বলেছে, জেনেভা সম্মেলনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক সমাধান আনতে হবে।

তুরস্কের ইস্তাম্বুল শহরে দু’দিনব্যাপী বৈঠকের পর এসএনসি এ বিবৃতি দিল। সিরিয়ার রাজনৈতিক সমাধান বলতে তারা মূলত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করে থাকে। তবে, বাশার আসাদের সরকার বলছে- আগামী বছর নির্বাচনের মাধ্যমে সিরিয়ার জনগণ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য ঠিক করবে; অন্য কেউ নয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন