গুপ্তচরবৃত্তির কারণে ইসরাইলের বিরুদ্ধে মামলা করবে লেবানন

গুপ্তচরবৃত্তির কারণে ইসরাইলের বিরুদ্ধে মামলা করবে লেবানন


লেবানন সীমান্তে গুপ্তচরবৃত্তির সরঞ্জাম বসানোর দায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলা করবে লেবানন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদনান মানসুর এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসটিভির সঙ্গে এক সাক্ষাতকারে তিনি আরো বলেছেন, ইসরাইল যে গুপ্তচরবৃত্তির মাধ্যমে লেবাননের স্বার্বভৌমত্ব লংঘন করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।র্র্ ্য লেবাননের যোগাযোগ নেটওয়ার্কে ইসরাইল আড়ি পেতেছে বলেও জানান তিনি। এ অবস্থায় আন্তর্জাতিক নীতিমালা অমান্যের কারণে লেবাননের আইন প্রণেতারা ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইসরাইলি এ অপরাধের শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে বলেও জানান লেবাননি পররাষ্ট্রমন্ত্রী। গত বুধবার লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি জানিয়েছেন, দেশটির দক্ষিণ সীমান্তে ইসরাইলি বাহিনী গুপ্তচরবৃত্তির কেন্দ্র স্থাপন করেছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন