মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
মালদ্বীপে বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ২১ মাস আগে প্রথমবারের মতো অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দেশটিতে তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন।
দ্বীপদেশ মালদ্বীপের ৪৭৫টি ভোটকেন্দ্র এবং বিদেশে অবস্থানরত মালদ্বীপের নাগরিকদের জন্য বিভিন্ন দেশে আরো কিছু কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তা আইশাথ রিমা জানিয়েছেন, রোববার নাগাদ এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তিন প্রার্থীর কেউই শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে নির্বাচন দ্বিতীয় পর্যায়ে গড়াবে এবং সে নির্বাচনে দুই শীর্ষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দেশটির বর্তমান কর্তৃপক্ষ চায় যেকোনো মূল্যে মোহাম্মাদ নাশিদকে ক্ষমতা থেকে দূরে রাখতে। ২০০৮ সালে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনে বিজয়ী হয়ে সাবেক স্বৈরশাসক মামুন আব্দুল গাইউমের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেছিলেন।
কিন্তু গাইউমের শাসনামলের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান- বিশেষ করে বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দ্বন্দ্বের কারণে ২০১২ সালের ফেব্রুয়ারিতে নাশিদ পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে তিনি বরাবরই নিজের ক্ষমতা ত্যাগের ঘটনাকে ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করে এসেছেন নাশিদ।
গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন চলতি মাসের মাঝামাঝি সময়ে বাতিল করে দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে ঘোষণা করলেও সর্বোচ্চ আদালত দাবি করে, নির্বাচনে কারচুপি হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সে নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ১৯ অক্টোবরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করে। নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে পুলিশ তা স্থগিত করে দেয়।
৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদ সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন