সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলায় ইরানের বিচারক শহীদ

সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলায় ইরানের বিচারক শহীদ


সন্ত্রাসী হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন বিচারক শহীদ হয়েছেন। আজ (বুধবার) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাবুল শহরের বিচারক মুসা নূরি এবং তার গাড়ি চালককে গুলি করে হত্যা করা হয়।

সিস্তান-বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ইব্রাহিম হামিদি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিচারক নূরি ও তার গাড়ি চালক সকাল সোয়া সাতটার দিকে অফিসে যাওয়ার পথে হামলার শিকার হন। এ সময় দুই সন্ত্রাসী নূরি ও তার গাড়ি চালকের ওপর গুলি চালিয়ে ওই স্থান থেকে পালিয়ে যায়।

বিচারপিত হামিদি জানান, এ ঘটনার তদন্ত চলছে তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে সন্ত্রাসীদের হাতে ইরানের ১৪ সীমান্তরক্ষী শহীদ হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটল। জয়স-উল-আদল নামে একটি সন্ত্রাসীগোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন