‘বসতি নির্মাণ চললে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা নয়’

‘বসতি নির্মাণ চললে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা নয়’


ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রাখলে তেল আবিবের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করবে না মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসন কর্তৃপক্ষ।

গতরাতে ফিলিস্তিনি ও ইসরাইলের আলোচক দলের মধ্যে এক বৈঠকের পর ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা এ কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, “ইসরাইলি পক্ষ তাদের অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রাখতে প্রতিশ্রতিবদ্ধ এবং এ ধরনের ‘বসতি হামলা’র মুখে আমরা তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পারি না।” ফিলিস্তিনি কর্মকর্তা জানান, গতরাতের এ বৈঠক দু’পক্ষের মতপার্থক্যের কারণে ভেঙে গেছে।

এর আগে, গতকাল দিনের প্রথম দিকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছিলেন, ইসরাইলি অবৈধ বসতি নির্মাণের জন্য কথিত শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইসরাইল শান্তি আলোচনা শুরুর জন্য সম্প্রতি ১০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তবে ইসরাইল এও ঘোষণা করেছে যে, তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরো ৫,০০০ বসতি নির্মাণ করবে।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন