যিয়ারতে আশুরার ফযিলত
যিয়ারতে আশুরার ফযিলত
ইমাম বাকের (আ.) বলেছেনঃ যদি কেউ আশূরার দিন(দশই মহরম) ইমাম হুসাইন (আ.) এর যিয়ারত করবে এবং তার কবরের কাছে ক্রন্দন করবে তাকে খোদা কেয়ামতের দিন দুই হাজার হজ্ব, দুই হাজার ওমরা এবং দুই হাজার জিহাদের সমপরিমাণ সওয়াব দান করবেন।
রাওয়ি তাকে জিজ্ঞাসা করে যদি কেউ অন্য শহরে বা অন্য দেশে থাকে এবং ইমাম হুসাইন (আ.) এর কবরের কাছে নিজেকে পৌছাতে না পারে তাহলে তাকে কি পরিমাণ সওয়াব দান করা হবে।
ইমাম তার প্রতি উত্তরে বলেনঃ যদি এমটি হয় তাহলে সে যেন কোন মরু এলাকায় বা বাড়ির ছাদের উপরে ইমাম হুসাইন (আ.) এর কবরের প্রতি ইশারা করে তার প্রতি সালাম প্রেরণ করে এবং তার শত্রুদের প্রতি লানত প্রেরণ করে এবং দুই রাকাত নামাজ পড়ে, ইমাম হুসাইন (আ.) এরর জন্য ক্রন্দন করে এবং যদি কোন ভয়ের কারণ না থাকে তাহলে সে তার পরিবার পরিজনকে ক্রন্দন করতে বলে এবং তার বাড়িতে শোকানুষ্ঠানের আয়োজন করে তাহলে আমি তাদের জামিন হচ্ছি যে খোদা যেন তাকে ঐ সমস্ত আমলে সওয়াব দান করেন।
নতুন কমেন্ট যুক্ত করুন