সিরিয়ার ২৫ গ্রাম ও উপশহর দখলমুক্ত করলো কুর্দি যোদ্ধার
সিরিয়ার ২৫ গ্রাম ও উপশহর দখলমুক্ত করলো কুর্দি যোদ্ধার
সিরিয়ার কুর্দি যোদ্ধারা দেশটির উত্তর-পূর্বের অন্তত ২৫টি গ্রাম ও উপশহর মুক্ত করেছে। বেশ কিছু দিন ধরেই বিদেশি মদদপুষ্ট গেরিলারা ওই সব গ্রাম ও উপশহর নিয়ন্ত্রণ করে আসছিল।
কুর্দি যোদ্ধারা উত্তর-পূর্বাঞ্চলীয় আল-হাসাকা প্রদেশের এসব গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীদের হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। এর আগে গতকালও (বৃহস্পতিবার) কুর্দি যোদ্ধাদের হামলায় আল-হাসাকার আশেপাশের কয়েকটি গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল-কায়েদা সমর্থিত কয়েকটি গোষ্ঠীর অস্ত্রধারীরা। চার দিন আগে কুর্দি যোদ্ধারা আল-হাসাকা প্রদেশের কৌশলগত আল-ইয়ারাবিয়া শহর দখলমুক্ত করে।
প্রদেশটির গভর্নর মুহাম্মদ জায়াল আলী বলেছেন, আল-ইয়ারাবিয়া শহরে শান্তি-শৃংখলা আবারো ফিরে এসেছে। যারা শহরটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন তাদের ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি জানান।
এদিকে, সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের একটি জনাকীর্ণ এলাকা থেকে বিস্ফোরকভর্তি একটি স্যুটকেস উদ্ধার করেছে। স্যুটকেস-বোমাটি বিস্ফোরিত হলে বহু মানুষ হতাহত হতো বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন