পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলে বিস্ফোরণ : নিহত ৫, আহত ১৭

পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলে বিস্ফোরণ : নিহত ৫, আহত ১৭


পাকিস্তানি কর্মকর্তা গত বুধবার (৩০শে অক্টোবর) জানিয়েছেন, পাকিস্তানের অশান্ত দক্ষিন-পশ্চিম অঞ্চলের একটি জনবহুল বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৫ ব্যক্তি নিহত এবং ১৭ জন আহত হয়েছে। বেলুচিস্তান রাজ্যের কেন্দ্রীয় শহর কোয়েটায় বিস্ফোরণটি ঘটানো হয়।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আযহার শাহ ফরাসী বার্তা সংস্থাকে জানিয়েছেন, সম্ভবত বাজারে পার্ক করে রাখা একটি সাইকেলে বোমটি রাখা ছিল। হাসপাতাল সূত্রও হতাহতদের সংখ্যা সত্যায়িত করেছে।
কোয়েটা হাসপাতালের চিকিত্সক রাশিদ জামালি ফরাসী বার্তা সংস্থাকে জানিয়েছেন যে, ৫টি লাশ আমাদের হস্তগত হয়েছে এবং ১৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন