আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ; আহত ৯
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ; আহত ৯
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনাটি গতকাল পর্যন্ত কোন দলই এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইতিপূর্বে বহুবার আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান এ ধরনের হামলা চালিয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে আফগানিস্তানের এক উর্ধ্বতন কর্মকর্তা এ সম্পর্কে জানিয়েছেন যে, গতরাতে সেন্ট্রাল বাগলান প্রদেশে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ৯ ব্যক্তি আহত হয়েছে।
আহতদের বেশ কয়েকজন শিশু এবং তাদের ২ জনের অবস্থা আশংকাজনক বলে উল্লেখ করা হয়েছে। বাগলান প্রদেশের পুলিশ সুপার এ বিস্ফোরণের সংবাদ সত্যায়িত করে বলেছেন : এ বিস্ফোরণে আহতদের সকলে ছিল বৃদ্ধ অথবা শিশু। এ অনুষ্ঠানে আফগানিস্তানের সরকারি কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, গত রোববার রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে অন্তত ১৮ ব্যক্তি প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল শিশু ও নারী।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন