মার্কিন গুপ্তচরবৃত্তি: নিরাপত্তা জোরদার করবে চীন
মার্কিন গুপ্তচরবৃত্তি: নিরাপত্তা জোরদার করবে চীন
মার্কিন গুপ্তচরবৃত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য জাতীয় নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো মার্কিন গুপ্তচরবৃত্তির কবলে পড়েছে বলে খবর বের হওয়ার পর বেইজিং এ কথা ঘোষণা করল।
জার্মান পত্রিকা দার শ্পাইগেলের বরাত দিয়ে চায়না ডেইলি আজ (বৃহস্পতিবার) বলেছে, মার্কিন গুপ্তচরবৃত্তি থেকে চীনও বাদ যায়নি। জার্মান পত্রিকাটি জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা সারা বিশ্বে ৮০টি বিশেষ কালেকশন সার্ভিস পরিচালনা করছে আর এর মধ্যে চীনের রাজধানী বেইজিং, সাংহাই ও চেংদু শহরও রয়েছে।
এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনউয়িং বলেছেন, “সাইবার নিরাপত্তা হচ্ছে জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে জড়িত একটি বিষয়। মার্কিন গুপ্তচরবৃত্তির অব্যাহত উন্মোচনে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। সে কারণে আমরা তাদের এসব ততপরতার ওপর এখন থেকে গভীর নজর রাখব।”
এদিকে, চায়না ফরেন অ্যাফেয়ার্স ইউনিভারসিটির আমেরিকান স্টাডিজের গবেষক লি হাইদোং বলেছেন, “সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতার পরিবর্তে আমেরিকা আবারো গুপ্তচরবৃত্তি চালিয়েছে। এতে দু’দেশের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস বেড়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন