!পোল্যান্ডে সিআইএ’র গোপন বন্দীশালা
পোল্যান্ডে সিআইএ’র গোপন বন্দীশালা !
পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র গোপন বন্দীশালা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। এর সত্যতা যাচাইয়ে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক কমিশন শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে।
আগামী ৩ ডিসেম্বর দুই সৌদি নাগরিক আবু জুবাইদাহ এবং আব্দুর রহীম আন-নাসিরির আটকাদেশের বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারিত ছিল। এ দুই ব্যক্তি দাবি করেছেন- তাদেরকে পোল্যান্ডে সিআইএ পরিচালিত গোপন বন্দীশালায় আটক রাখা হয়েছিল। কিন্তু পোল্যান্ড সরকার ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনকে এ ইস্যুতে গোপনে শুনানি করার জন্য আবেদন জানিয়েছে। তবে, এ সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার ইস্যুতে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ দেশের পক্ষে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে যোগাযোগ রাখে।
এদিকে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-ভিত্তিক হেলসিঙ্কি ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস পোলিশ সরকারের এ অনুরোধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠনটি বলেছে সিআইএ’র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ গোপন করার জন্য পোল্যান্ড সরকার ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনকে এ অনুরোধ জানিয়েছে। হেলসিঙ্কি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম বোদনার বলেছেন, “এ মামলার বিষয়বস্তু জনগণকে জানানোর অধিকার আমাদের আছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন