দেরায়াতুস সাকালাইন সফ্টওয়্যার নির্মাণের প্রশংসায় আয়াতুল্লাহ আল-উজমা হাকিম
দেরায়াতুস সাকালাইন সফ্টওয়্যার নির্মাণের প্রশংসায় আয়াতুল্লাহ আল-উজমা হাকিম
ইরাকের নাজাফে আশরাফ শহরের বিশিষ্ট মারজা ‘হযরত আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ সাঈদ হাকিম’ দেরায়াতুস সাকালাইন সফ্টওয়্যার নির্মাণের প্রশংসা এবং এর নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিশিষ্ট এ মারজার কোমে অবস্থিত দপ্তরের প্রধান ও তার পুত্র ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ রিয়াজ হাকিম’ তাঁর প্রতিনিধি হিসেবে এ সফ্টওয়্যারের গবেষক, প্রকৌশলী ও ডিজাইনারদের ১৫ জনকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন।
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ রিয়াজ হাকিম এ সফ্টওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ প্রকল্পের প্রধান হুজ্জাতুল ইসলাম কুদস পুর এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রযুক্তি বিভাগের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আহলে বাইত (আ.) এর শিক্ষা প্রসারের ক্ষেত্রে নতুন এ অধ্যায়ে প্রবেশকে অতীব গুরুত্ববহ বলে আখ্যায়িত করেছেন।
বলাবাহুল্য, দেরায়াতুস সাকালাইন স্মার্ট সফ্টওয়্যারটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান কোমের বিশিষ্ট মারজায়ে তাকলিদ ‘হযরত আয়াতুল্লাহ আল-উজমা লুতফুল্লাহ সাফী গুলপায়গানী’, বিশিষ্ট মারজাগণের প্রতিনিধি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারী, হাওযা ইলমিয়া কোমের বিশিষ্ট শিক্ষকবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনে তত্পর কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে পবিত্র ঈদে গাদীর উপলক্ষে গত ২২শে অক্টোবর মঙ্গলবার ইরানের কোম শহরে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, স্মার্ট এ সফ্টওয়্যারটি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা কর্তৃক নির্মিত হয়েছে।
দেরায়াতুস সাকালাইন সফ্টওয়্যারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কোমে অবস্থিত বিশিষ্ট মারজায়ে তাকলিদ ‘আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ সাঈদ হাকিমে’র দপ্তরের প্রধান এবং তার পুত্র ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ রিয়াজ হাকিম’।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন