মিশরের ইখওয়ানের নেতা এসাম আল-এরিয়ান আটক
মিশরের ইখওয়ানের নেতা এসাম আল-এরিয়ান আটক
মিশরের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের শীর্ষস্থানীয় নেতা এসাম আল-এরিয়ানকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তিনি ইখওয়ানের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির উপ-প্রধান। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইখওয়ানের নেতা এসাম আল-এরিয়ানকে তার বাসভবন থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদ উস্কে দেয়ার অভিযোগ রয়েছে। এর আগেই এসাম আল এরিয়ানের সমপর্যায়ের সব নেতাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
গত ৩ জুলাই মিশরের সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল সিসি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেয়। একইসঙ্গে তিনি সংবিধান স্থগিত করেন এবং পার্লামেন্ট ভেঙে দেন।
এরপর মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে ইখওয়ানুল মুসলিমিন। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে। বর্তমানে ইখওয়ানের দুই হাজারেরও বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।#
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন