'হিজবুল্লাহর নানা ক্ষমতা পরাশক্তিগুলোর সমমানের'

ইহুদিবাদী ইসরাইলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে লেবাননের হিজবুল্লাহর গোয়েন্দা-বিভাগ অত্যন্ত শক্তিশালী এবং এই বিভাগের মধ্যে অনুপ্রবেশ করা বেশ কঠিন। ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের গবেষণা শাখার সাবেক প্রধান আমুস গিলবুউ এই স

'হিজবুল্লাহর নানা ক্ষমতা পরাশক্তিগুলোর সমমানের'
ইহুদিবাদী ইসরাইলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে লেবাননের হিজবুল্লাহর গোয়েন্দা-বিভাগ অত্যন্ত শক্তিশালী এবং এই বিভাগের মধ্যে অনুপ্রবেশ করা বেশ কঠিন।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের গবেষণা শাখার সাবেক প্রধান আমুস গিলবুউ এই স্বীকারোক্তি করেছেন।

তিনি 'গোয়েন্দা তথ্য ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা' শীর্ষক এক সম্মেলনে হিজবুল্লাহর মোকাবেলায় ইসরাইলের ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, তেল-আবিব হিজবুল্লাহর কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে ও সেসব তথ্য বিশ্লেষণে মারাত্মক সমস্যার সম্মুখীন।

গিলবুউ ইসরাইলের বার ইলান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে আরো বলেছেন, হিজবুল্লাহর ক্ষমতাগুলো বিশ্বের বড় বড় শক্তিগুলোর মত, কারণ তার নিরাপত্তা সংস্থাগুলো বা ব্যবস্থাগুলো অত্যাধুনিক ও সেগুলোতে অনুপ্রবেশ করা সম্ভব নয়।

তিনি আরো বলেছেন, তেল-আবিব লেবাননে সামরিক লক্ষ্য বা টার্গেটগুলো চিহ্নিত করার ক্ষেত্রে সব সময়ই কঠিন সংকটের শিকার হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল ও এর দখলদারিত্বের বিরোধী লেবাননের হিজবুল্লাহ আন্দোলন কয়েকটি যুদ্ধে ইসরাইলকে বিপর্যস্ত করেছে। এর ফলে 'ইসরাইল অপরাজেয় শক্তি'-তেলআবিবের এমন দাবি অসার বা ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন