সিরিয়ার জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করবে’
সিরিয়ার জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করবে’
(দামেস্কে মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাত করেন ব্রাহিমি (বামে
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, শুধুমাত্র সিরিয়ার জনগণই নিজেদের রাজনৈতিক ভবিষ্যত ও নেতা নির্ধারণ করার অধিকার রাখে। বাইরের কোনো হস্তক্ষেপ সিরিয়ার জনগণ মেনে নেবে না।
জাতিসংঘ এবং আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে এ কথা বলেছেন মুয়াল্লেম। তিনি বলেন, সিরিয়ার জনগণকে তাদের রাজনৈতিক ভবিষ্যত ও সরকার নির্বাচন এবং বাইরের হস্তক্ষেপ প্রত্যাখ্যানের সুযোগ দেয়া হলে দ্বিতীয় জেনেভা বৈঠকে যোগ দেবে দামেস্ক।
বৈঠকে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত সিরিয়ার বিরোধীদের জোট এবং তথাকথিত ফেন্ডস অব সিরিয়া গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির ভবিষ্যত রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবেন না বলে লন্ডন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন মুয়াল্লেম বলেন, এর মাধ্যমে সিরিয় জনগণের অধিকার লঙ্ঘন করা হয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত ব্রাহিমি সোমবার দামেস্ক পৌঁছান। জেনেভা বৈঠকের পক্ষে সমর্থন যোগানোর উদ্দেশ্যে তিনি দামেস্ক সফর করেন। সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করা লক্ষ্যে জেনেভায় আগামী মাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত মে মাসে রাশিয়া ও আমেরিকা এ বৈঠকের প্রস্তাব করেছিল। ওই বৈঠকে অংশগ্রহণ নিয়ে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে বিভক্তি থাকায় এটি অনুষ্ঠানের তারিখ এরই মধ্যে কয়েক দফা পরিবর্তন করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন