সিরিয়া সংকট সমাধানে বাধা দিচ্ছে সৌদি আরব: হিজবুল্লাহ
সিরিয়া সংকট সমাধানে বাধা দিচ্ছে সৌদি আরব: হিজবুল্লাহ
লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে,সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সৌদি আরব।
ইসলামি প্রতিরোধ আন্দোলনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ার চলমান পরিস্থিতি সৌদি আরবের অনুকূলে না যাওয়ায় রাজতান্ত্রিক দেশটি বেপরোয়া হয়ে উঠেছে। সোমবার সন্ধ্যায় লেবাননের জনগণের উদ্দেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ একথা বলেন।
২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যেসব বিদ্রোহী গোষ্ঠী সহিংসতা চলাচ্ছে তাদের অন্যতম মদদ-দাতা হচ্ছে সৌদি আরব। অন্যদিকে প্রেসিডেন্ট আসাদের বৈধ সরকারের প্রতি সমর্থন জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সংগঠনটি।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সোমবারের টেলিভিশন ভাষণে আরো বলেছেন, “সিরিয়ার চলমান সংকট সমাধানের লক্ষ্যে বর্তমানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তার প্রতি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন তৈরি হচ্ছে... কিন্তু এ অঞ্চলে এমন একটি দেশ (সৌদি আরব) রয়েছে যেটি (জেনেভা-২ শান্তি সম্মেলনের ব্যাপারে) প্রচণ্ড ক্ষুব্ধ ও উন্মত্ত হয়ে রয়েছে।
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনের লক্ষ্যে দেশটিতে বিদেশি বিদ্রোহী, অস্ত্র ও অর্থ পাঠিয়েছে সৌদি আরব। কিন্তু তেল বিক্রির সেসব অর্থে কোনো কাজ হয়নি। আসাদ সরকার বহাল তবিয়তে রয়েছে এবং বিদ্রোহীরা একের পর এক পরাস্ত হচ্ছে।
সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে আগামী মাসে জেনেভায় দ্বিতীয় শান্তি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে আমেরিকা ও রাশিয়া। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদেরকে আলোচনার টেবিলে বসিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করা হবে জেনেভা-২ সম্মেলনের উদ্দেশ্য। এর আগে গত বছর জেনেভায় সিরিয়া বিষয়ক প্রথম শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন