কারদাভি অসুস্থ অথবা স্বদেশের প্রতি বিশ্বাসঘাত / ইখওয়ানিরা নাস্তিক অথবা খারেজী

 

কারদাভি অসুস্থ অথবা স্বদেশের প্রতি বিশ্বাসঘাত / ইখওয়ানিরা নাস্তিক অথবা খারেজী


যখন মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত গণমাধ্যগুলো সামরিক বাহিনী ও দেশের অধিকাংশ জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করার কারণে মিশরের সাবেক মুফতি ‘ড. আলী জুমআহ’র প্রতি আক্রমণ অব্যাহত রেখেছে তখন তিনি এর কঠোর জবাব দিলেন।
মুসলিম ব্রাদার হুডের সমর্থক আল-আযহারের ছাত্রদের অন্য ছাত্রদের ওপর হামলা সম্পর্কে ড. জুমআহ বলেন : এ সংগঠন তাদের সমর্থকদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারেনি। কেননা তাদের অভিযোগ করার ধরন হচ্ছে উদ্দেশ্যহীনভাবে পথে ঘোরা শিশুদের মত।
‘রাবাতুল আদভিয়াহ স্কয়ারের’ প্রতীক বহনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চারটি ফ্রিম্যাসনরি’র লোগো প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত করে তিনি বলেন : মুসলিম ব্রাদারহুডের বিরাট একটি অংশ নাস্তিক! তাদের কিছু সংখ্যক নামায আদায় করে ও রোজা রাখে ঠিকই কিন্তু তাদের প্রায় অধিকাংশই প্রকৃত দ্বীন সম্পর্কে অনাবগত; তারা খারেজীদের ন্যায়।
এ সংগঠনের সদস্যদের হত্যার ফতওয়া দানের বিষয়ে ব্রাদারহুডের সদস্যদের দাবী সম্পর্কে ড. জুমআহ বলেন : ব্রাদারহুড তার সদস্যদেরকে মিথ্যার ওপর প্রশিক্ষিত করেছে। তারা ভিডিওর ৫ হাজার কপি বিতরণ করেছে, যার মধ্যে শুধুমাত্র ৪৯ সেকেন্ড ভিডিও হচ্ছে সত্যি, অথচ তারা দাবী করছে যে এ ভিডিও গোপনীয়।
তিনি ঐ ভিডিওকে প্রত্যাখ্যান করে বলেছেন : শান্তিপূর্ণ মিছিলকারীদের উপর গুলি চালানো জায়েজ নয় এবং গুলি চালানো ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা উচিত। মুসলিম ব্রাদারহুড এক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নিয়েছে। কেননা মিছিলের মধ্য হতেই পুলিশকে উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল, পুলিশ জনগণকে লক্ষ করে গুলি চালায়নি। এ হতে স্পষ্ট হয় যে, মুসলিম ব্রাদারহুড মিথ্যাবাদী।
ন্যাটোর মুফতি নামে পরিচিত শেইখ ইউসুফ কারদাভি সম্পর্কে ড. আলী জুমআহ বলেন : তিনি অসুস্থ ও হতভাগ্য এক ব্যক্তি এবং নিজের দ্বীন ও দেশকে বিক্রয় করেছেন। আমি তাকে এ উপদেশ দিয়েছিলাম যে, যেন পার্থিব কিছু অর্জন করতে গিয়ে এবং জনগণকে বিভ্রান্ত করে নিজের অতীতকে ধ্বংস করে না দেন। কিন্তু তিনি আমার কথায় কান দেয়নি। কেননা তিনি মনে করেন তার দল (মুসলিম ব্রাদারহুড) তাকে কেয়ামতের দিনও সাহায্য করবে!
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন