মারকেলের ওপর গুপ্তচরবৃত্তির কথা জানতেন ওবামা
মারকেলের ওপর গুপ্তচরবৃত্তির কথা জানতেন ওবামা
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের ওপর মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসএ’র গুপ্তচরবৃত্তির কথা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে জানতেন। জার্মান পত্রিকা বিল্ড অ্যাম সোনট্যাগ এ কথা জানিয়েছে।
পত্রিকাটি বলেছে, ২০১০ সালে এনএসএ’র পরিচালক কিথ আলেকজান্ডার প্রেসিডেন্ট ওবামাকে এ বিষয়ে অবহিত করেছিলেন। সে সময় ওবামা এ কাজ বন্ধ না করার কথা বলে বরং তা অব্যাহত রাখার অনুমতি দেন। এনএসএ’র শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জার্মান পত্রিকা এ খবর দিয়েছে।
বিল্ড অ্যাম সোনট্যাগ জানিয়েছে, ২০০২ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে এ গুপ্তচরবৃত্তি শুরু হয় এবং অ্যাঙ্গেলা মারকেলের পূর্বসরী গেরহার্ড শ্রোয়েডরের ওপরও গুপ্তচরবৃত্তি চালানো হয়। ইরাক যুদ্ধে মার্কিন সরকারকে সমর্থন না করায় বুশ চ্যান্সেলর শ্রোয়েডরের ওপর গুপ্তচরবৃত্তি চালানোর নির্দেশ দেন।
কয়েকদিন আগে খবর বের হয়েছিল- মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ জার্মান চ্যান্সেলরের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে। এ ঘটনার পর গত বৃহস্পতিবার বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ইমারসনকে তলব করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণলয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন