মার্কেলের ফোনে ১০ বছর ধরে আড়ি পেতেছে আমেরিকা’

জার্মানির সাপ্তাহিক ডার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, দেশটি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে গত ১০ বছরের বেশি সময় ধরে আড়ি পেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কেলের ফোনে ১০ বছর ধরে আড়ি পেতেছে আমেরিকা’

জার্মানির সাপ্তাহিক ডার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, দেশটি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে গত ১০ বছরের বেশি সময় ধরে আড়ি পেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)’র গোপন নথিপত্রের ভিত্তিতে শনিবার এ খবর প্রকাশ করেছে পত্রিকাটি। এতে বলা হয়েছে, এনএসএ’র স্পেশাল কালেকশন সার্ভিস (এসসিএস) জার্মান চ্যান্সেলরের ফোনকে ২০০২ সাল থেকে তালিকাভুক্ত করেছে বলে এনএসএর গোপন নথিপত্র দেখা গেছে।
এ ছাড়া, চলতি বছরের জুন মাসেও এ তালিকায় অ্যাঙ্গেলা মার্কেলের ফোন নম্বর ছিল বলে উল্লেখ করেছে ডার স্পাইগেল। অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে আড়িপাতাকে কেন্দ্র করে যখন আমেরিকা ও জার্মানির মধ্যে তীব্র টানাপোড়েন চলছে তখন নতুন করে এ চাঞ্চল্যকর খবর দিলে পত্রিকাটি।
এর আগে, গত শুক্রবার জার্মান সরকার ঘোষণা করেছে, আড়িপাতা সংক্রান্ত তদন্তে দেশটির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অচিরেই ওয়াশিংটন সফর করবেন। এ সফরের তারিখ ঘোষণা না করে জার্মান সরকার বলেছে, তুলনামূলক কম সময়ের নোটিসে এ সফর করা হবে।
আমেরিকার পক্ষ থেকে এ সফরকে স্বাগত জানানো হবে বলে ঘোষণা করা হলেও আড়িপাতা সংক্রান্ত কেলেঙ্কারি ওয়াশিংটন কিভাবে সামাল দেবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন