সালাফিদের কিলিং লিস্টে মিশরের ৯০ জন শিয়া ব্যক্তিত্ব

সালাফিদের কিলিং লিস্টে মিশরের ৯০ জন শিয়া ব্যক্তিত্ব

মিশরের বিশিষ্ট শিয়া আলেম এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা এক পত্রে উল্লেখ করেছেন, সম্প্রতি সালাফিদের সাথে সম্পৃক্ত কয়েকটি দল মিশরের সাধারণ জনগণকে বিশেষভাবে আহলে বাইত (আ.) এর অনুসারীদেরকে নিজেদের টার্গেটে পরিণত করেছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে।
মাহমুদ জাবের তার এ পত্রে উল্লেখ করেছেন : সালাফিরা শিয়াদেরকে এ বলে হুমকি দিয়েছে যে, যদি তোমরা গাদীর দিবস পালন করো এবং আনন্দ মাহফিলের আয়োজন করো তবে তোমাদের রক্তকে হালাল ঘোষণা করা হবে।
তিনি মিশরের সালাফিদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন : তারা বলেছে, আমরা এ হুমকির বাস্তবায়ন ঘটাবো যেভাবে ‘আল-আযরা’ গীর্জাকে বিস্ফোরিত করেছি।
শিয়া এ আলেম আরো লিখেছেন : ‘মুহাম্মাদ হাসান শাহাতাহ’কে জিযাহ প্রদেশের একটি গ্রামে অমানবিকভাবে হত্যার সাথে এরা জড়িত।
একটি শিয়া বিরোধী অভিযানের প্রতি ইশারা করে জাবের বলেন : প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট হয়েছে যে, সালাফিরা মিশর থেকে শিয়াদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি ঐ পত্রে লিখেছেন : সালাফিরা মিশরের শিয়াদের গন্যমান্য ব্যক্তিদের ৯০ জনের নাম তাদের কিলিং লিস্টের অন্তর্ভুক্ত করেছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন