ইরানের ব্যাপারে নেতানিয়াহুকে আশ্বস্ত করলেন কেরি

ইরানের ব্যাপারে নেতানিয়াহুকে আশ্বস্ত করলেন কেরি


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের সঙ্গে চলমান পরমাণু বিষয়ক কূটনীতির ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন।

বুধবার ইতালির রাজধানী রোমে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে কেরি বলেছেন, “ইরানের সঙ্গে আলোচনায় আমরা একটি বিষয়ে সচেতন রয়েছি আর তা হলো- কোনো মৌখিক প্রতিশ্রুতি বাস্তব পদক্ষেপের সমান হতে পারে না।“” তিনি বলেন, মার্কিন সরকার সম্পূর্ণ ‘চোখ-কান খোলা রেখে’ ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে (যাতে ইসরাইলের কোনো ক্ষতি না হয়)।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ সে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার আগে ওয়াশিংটন (ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার) কোনো পদক্ষেপ নেবে না।

এ মাসের গোড়ার দিকে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সৃষ্ট সংকট সমাধানের উদ্দেশ্যে বৈঠক করে। এ বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরাজমান অবিশ্বাস দূর করার উপায় নিয়ে আলোচনা হয়। কিন্তু ইহুদিবাদী ইসরাইল চায় না, এ অবিশ্বাস দূর হয়ে বিষয়টির সুষ্ঠু সমাধান হয়ে যাক। এ কারণে তেলআবিব গত এক মাস ধরে ইরানের সঙ্গে পাশ্চাত্যের আলোচনার প্রচণ্ড বিরোধিতা করে আসছে।

আগামী ৭ ও ৮ নভেম্বর দু’পক্ষের মধ্যে জেনেভায় আবার বৈঠক অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহুকে রোমে জন কেরি এ আশ্বাসও দিয়েছেন যে, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরানের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসবে না ওয়াশিংটন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন