ইরানকে ঘিরে তুরস্ককে আমেরিকার শাস্তি: ড্রোনের চালান বন্ধ
ইরানকে ঘিরে তুরস্ককে আমেরিকার শাস্তি: ড্রোনের চালান বন্ধ
আমেরিকা তুরস্ককে পাইলবিহীন বিমান (ড্রোন) সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। দখলদার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করা অন্তত ১০ ইরানি নাগরিকের নাম তুর্কি সরকার ফাঁস করে দেয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন ওয়েবসাইট ‘ওয়াশিংটন ফ্রি বেকন’ জানিয়েছে।
তবে তুরস্ক ইরানের কাছে ইসরাইলি গুপ্তচরদের নাম ফাঁস করার খবর প্রত্যাখ্যান করেছে।
তুর্কি দৈনিক জামান লিখেছে, ইসরাইলের হয়ে যেসব ইরানি নাগরিক গুপ্তচরবৃত্তি করছে তাদের ১০ জনের নাম আঙ্কারা ফাঁস করে দেয়ার কারণেই মার্কিন কংগ্রেস তুরস্ককে ১০টি ড্রোন সরবরাহ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কারণেও আমেরিকা তুরস্কের ওপর ক্ষুব্ধ হয়েছে বলে ‘ওয়াশিংটন ফ্রি বেকন’ জানিয়েছে।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি খবর দিয়েছে, গত বছর তুর্কি সরকার ইরানের কাছে ১০ গুপ্তচরের পরিচয় ফাঁস করে দিয়েছে। দৈনিকটি আরো দাবি করেছে, ইসরাইলের গুপ্তচর হিসেবে ততপর ওই সব ইরানি নাগরিক তুরস্কে ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন