ইরাকে স্পিকারের গাড়ি বহরে হামলা, নিহত ১৯

ইরাকে স্পিকারের গাড়ি বহরে হামলা, নিহত ১৯


ইরাকের বিভিন্ন স্থানে সহিংসতায় ১৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। রাজধানী বাগদাদের উত্তরে বাইজি চেকপয়েন্টে বন্দুকধারীদের গুলিতে চার পুলিশ নিহত ও ছয় জন আহত হয়েছে।
এছাড়া ইরাকের পার্লামেন্ট স্পিকার ওসামা আল নুজাইফির গাড়ি বহরে হামলায় তার দুই দেহরক্ষী নিহত ও আট জন আহত হয়েছে। তবে হামলার সময় স্পিকার গাড়ি বহরে ছিলেন না বলে পুলিশ জানিয়েছে। মসুলের পশ্চিমে তাল আফার এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর অপর এক হামলায় এক জন নিহত ও তিন জন আহত হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা হিট শহরে হামলা চালিয়ে এক পুলিশ অফিসারকে হত্যা করেছে। আরেক পুলিশ অফিসার মারা গেছে ফালুজায়।
গতকালও আলাদা কয়েকটি হামলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে (সেপ্টেম্বর) ইরাকে সহিংসতায় প্রায় এক হাজার নিহত ও দুই হাজার আহত হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন